গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ৪৫টি চুরির বাইক বাজেয়াপ্ত জিআরপির

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ৪৫টি চুরির বাইক বাজেয়াপ্ত করেছে জিআরপি। বাইকগুলি দিল্লির বিভিন্ন এলাকা থেকে চুরি করে নাগাল্যান্ডে পাচারের পরিকল্পনা ছিল অসাধু চক্রের।

আজ বৃহস্পতিবার গুয়াহাটি রেলওয়ে স্টেশনে অবস্থিত জিআরপি থানার ওসি এ খবর দিয়ে জানান, স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম থেকে বাইকগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, বাইকগুলি দিল্লি থেকে চুরি করে নাগাল্যান্ডের ডিমাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। নামে-বেনামে বুক করা ছিল বাইকগুলি।
ওসি জানান, একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেন তাঁরা। প্রাপ্ত গোপন তথ্যটি সঠিক থাকায় অভিযান সফল হয়েছে। বাইকগুলির ইঞ্জিন এবং চেসিস নম্বর কৌশলে লেখা ছিল, জানান তিনি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ফেব্রুয়ারি মাসের শুরুতে, পূর্ব গুয়াহাটি পুলিশ ডিস্ট্রিক্টের অধীন বশিষ্ঠ থানা এলাকায় চুরির বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এর মধ্যে ছিল ছয়টি চুরির দুচাকার গাড়ি, যেমন একটি স্প্লেন্ডার, একটি রয়্যাল এনফিল্ড, দুটি পালসার এবং দুটি স্কুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *