কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কয়লা পাচার-মামলায় আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। শুক্রবার ভবানী ভবনে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আসানসোল লাগোয়া বিভিন্ন অঞ্চলে কয়লা পাচার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এর আগেও অনেক জনকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রের খবর অনুযায়ী, কয়লা পাচার-কাণ্ডের তদন্তে জিতেন্দ্রের নাম উঠে এসেছে। আর সেই কারণেই বিজেপি নেতাকে তলব করা হয়েছে শুক্রবার।
এদিকে, জিতেন্দ্রকে সিআইডি নোটিস প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর কাছে সিআইডি-র সমন সংক্রান্ত কোনও নোটিস আসেনি। কেউ ফোন, ইমেল বা হোয়াটসঅ্যাপেও জানায়নি। জিতেন্দ্র সিআইডি দফতরে হাজিরা নাও দিতে পারেন বলে মনে করা হচ্ছে।