রাজৌরি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু-কাশ্মীরে ফের ভয়াবহ দুর্ঘটনা। এবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার মাঞ্জাকোটে তালুকার অন্তর্গত ডেরি রালয়তে এলাকায়। পুলিশ জানিয়েছে, পুঞ্চের সুরনকোট মহকুমা থেকে রাজৌরি জেলা সদরের দিকে যাচ্ছিল বাসটি।
পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।