Blood Donation Camp:ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : দ্য ইন্সটিটিউড অব ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা শাখা এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে ৫৫ তম ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে গোর্খাবস্তিস্থিত কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন আয়োজন করা হয়েছে৷ এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার৷ এদিন মেয়র বলেন, রক্তদানের মাধ্যমে পরোক্ষভাবে একটি সম্পর্ক তৈরি হয়৷ যা পৃথিবীর যেকোনো সম্পর্ক থেকে নিবিড়৷ তিনি বলেন, এই ধরনের উদ্যোগ যথেষ্ট প্রশাংসার যোগ্য৷ তিনি উদ্যোক্তাদের রক্তদান শিবিরের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *