দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : রাজ্যে দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস। আজ ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন দলীয় নেত্রীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব ভট্টাচার্য,  তৃণমূল নেত্রী পান্না দেব সহ অন্যান্যরা।

সুস্মিতা দেব বলেন, মোদী সরকার নতুন রেকর্ড তৈরি করেছে। গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ১২০০ টাকা হয়ে গেছে। সাধারন মানুষের দুর্বিষহ অবস্থা। এছাড়াও জ্বালানী সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিষের দাম বর্তমানে আকাশ ছোঁয়া। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস।