Udaipur:হাতেনাতে আটক চোরকে গণধোলাই উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : গোমতী জেলার উদয়পুরে চুরির দায়ে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে৷ আটক যুবকের নাম ইব্রাহাম চৌধুরী৷ জানা যায় সোনামুড়া চৌমুহনী এলাকার এক বাড়ি থেকে বুধবার বেলা সাড়ে নয়টা নাগাদ ইব্রাহিম চৌধুরী নামে ঐ যুবক নগদ ৫৬৩০ টাকা চুরি করে পালানোর চেষ্টা করে৷ তখনই তাকে পিছু ধাওয়া করে আটক করা হয়৷ স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মাধ্যম দেন৷ তাতে সে অল্প বিস্তর আহত হয়েছে৷ তাকে আটক করে রেখে আর কে পুর থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ জানা গেছে এর আগেও সে একাধিক চুরির ঘটনায় জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *