Polio Vaccination:জয়পুরে রবিবার থেকে উপ-জাতীয় পালস পোলিও টিকা অভিযান

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার জয়পুর জেলায় উপ-জাতীয় পালস পোলিও টিকাদান অভিযান শুরু হবে। এই টিকাদান অভিযানে জেলার ৩ লাখ ৫২ হাজার শিশুকে পোলিওর ডোজ খাওয়ানো হবে। এতে নবজাতক থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে পোলিওর ডোজ খাওয়ানো হবে।

চিফ মেডিকেল অফিসার ডাঃ বি. আলে মীনা জানান, রবিবার থেকে জেলায় উপ-জাতীয় পালস পোলিও টিকাদান অভিযান শুরু হবে। টিকা দেওয়ার সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পালস পোলিও অভিযানের প্রথম দিনে রবিবার জেলায় স্থাপিত ২ হাজার ৫৮২টি বুথে শিশুদের পোলিও টিকার ডোজ দেওয়া হবে। এরপর আগামী দুই দিনের মধ্যে অধিদফতর কর্তৃক গ্রামীণ ও শহরাঞ্চলে ভ্রাম্যমাণ দলগুলো বাড়ি-বাড়ি গিয়ে শিশুদের পোলিওর ডোজ খাওয়াবে।

পালস পোলিও টিকাদান অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক, ৭৮৫ সুপারভাইজার তাদের সেবা প্রদান করবেন। এতে ৫৬৮টি মোবাইল টিম এবং ৭৬২টি ট্রানজিট টিম কাজ করবে। অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তারা মনিটরিং করবেন।