নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার দফতরে হাজিরা দিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখেরের সঙ্গে বলিউড অভিনেত্রীর যোগের বিষয়ে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি পুলিশের তরফে প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের কতবার যোগাযোগ হয়েছে, সে বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
সূত্রের খবর, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে কনম্যান সুকেশের পরিচয় করান পিঙ্কি ইরানি। পিঙ্কি কীভাবে এবং কেন বলিউড অভিনেত্রীর সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের পরিচয় করান এবং আর্থিক তছরুপের বিষয়ে কী জানেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জ্যাকলিনের পাশাপাশি জেরার মুখোমুখি হতে বুধবার দিল্লি পুলিশের ইকনোমিক অফেন্স শাখার অফিসে হাজির হন পিঙ্কি ইরানিও।