গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের এক হোটেলে হানা দিয়ে মাদকজাতীয় ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে মিজোরামের তিন বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছিল।
আজ মঙ্গলবার অসমের স্পেশাল ডিজিপি (আইন-শৃঙ্খলা) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং এই খবর দিয়ে জানিয়েছেন, এই তিনজনের হেফাজত থেকে ৫০ প্যাকেটে পাঁচ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম লালদুহাওমা (৩৬), সাওলিয়ানা টিসি (৩৪) এবং সাংতিয়া (৩১)৷ লালডুহাওমা আইজলের এবং বাকি দুজন চাম্পাইয়ের বাসিন্দা। তাদের বিরুদ্ধে শিলচর সদর থানায় ২১৬৭/২২ নম্বরে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট, ১৯৮৫-এর ধারা ২২(সি), ২৩(সি), ২৯-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।