তিরুবনন্তপুরম, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে সপ্তম দিনে পড়ল রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার কেরল পর্বের তৃতীয় দিনে পড়ল মঙ্গলবার। মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরমের কাজকুটমের কাছে কন্যাপুরম থেকে শুরু হয় আজকের যাত্রা। কেরল পর্বে যাত্রার তৃতীয় দিনে সকাল ৭টা ১৫ মিনিটে পথ চলা শুরু হয় কংগ্রেস নেতা-কর্মীদের। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়া যাত্রার অংশ নেন অসংখ্য কংগ্রেস নেতা-কর্মীরা।
সাধারণ মানুষের মধ্যেও বিষয়ে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। স্কুল পড়ুয়া থেকে ছোট ছেলে-মেয়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন তাঁরা। ভারত জোড়া যাত্রার মধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনের সঙ্গেও সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। রাহুলের কাছে অনেক অভাব-অভিযোগের কথা তুলে ধরেন তাঁরা। সাধারণ মানুষও রাহুলের সঙ্গে মিলিত হয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন।

