মুম্বই, ১৩ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে আগুন ধরে গেল একটি বিলাসবহুল গাড়িতে। মঙ্গলবার ভোররাতে যে সময় আগুন লাগে ওই বিলাসবহুল গাড়িতে, তখন সেখান থেকেই যাচ্ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কনভয়। ওই গাড়িতে থাকা যাত্রীদের বাঁচাতে গাড়ি থামান মুখ্যমন্ত্রী। এক দমকল আধিকারিক জানিয়েছেন, হাইওয়ের ভিলে পার্লে এলাকায় ঘটনাটি ঘটেছে, যেটি মুম্বইয়ের প্রধান উত্তর-দক্ষিণ সড়ক, এই ঘটনায় কেউ আহত হননি।
সোমবার রাত ১২.২৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। দু’টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কনভয় বিপরীত রাস্তা দিয়ে যাচ্ছিল, তৎক্ষণাৎ নিজের গাড়ি থামান মুখ্যমন্ত্রী। একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গাড়ি চালকের সঙ্গে কথা বলেন। কথোপকথনের সময়, মুখ্যমন্ত্রী চালকের নাম জিজ্ঞাসা করেছিলেন, যিনি নিজেকে বিক্রান্ত শিন্ডে বলে পরিচয় দিয়েছেন।