কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুজোয় অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট। ফলে রাজ্য সরকারের অস্বস্তি কেটে গেল। তবে ৬টি নির্দেশিকা তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শর্তসাপেক্ষে প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য। রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য। তবে রাখা হয়েছে ছ’টি শর্ত। অনুদানের ভিত্তিতে পুজোর কোন খাতে কী খরচ হয়েছে, তার যাবতীয় হিসেব জমা করার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। ৬০ হাজার টাকা অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলি বিদ্যুৎ বিলেও পাবে ছাড়। পাশাপাশি সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানান তিনি। এ নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারকে স্বস্তি দিয়ে পুজো অনুদানে সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে রাখা হয়েছে ছ’টি শর্ত।