জম্মু-কাশ্মীর এসআই পরীক্ষায় অনিয়ম : জম্মু ও শ্রীনগর-সহ দেশের ৩৩টি ঠিকানায় অভিযান সিবিআই-এর

শ্রীনগর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টর (জেকেপিএসআই) পরীক্ষায় অনিয়মের মামলায় মঙ্গলবার সকাল থেকে জম্ম ও শ্রীনগর-সহ দেশের মোট ৩৩টি জায়গায় অভিযান চালাল সিবিআই। সিবিআই সূত্রের খবর, জম্মু, শ্রীনগর, হরিয়ানার বিভিন্ন জেলা (কারনাল, মহেন্দ্রগড়, রেওয়ারি), গান্ধীনগর, গাজিয়াবাদ, বেঙ্গালুরু ও দিল্লি মিলিয়ে মোট ৩৩টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

জম্মু-কাশ্মীর এসআই পরীক্ষায় অনিয়মের মামলায় জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান খালিদ জাহাঙ্গীর ও পরীক্ষার নিয়ন্ত্রক অশোক কুমারের বিভিন্ন ঠিকানাতেও তল্লাশি চালানো হয়েছে। এখানেই শেষ নয়, জম্মু-কাশ্মীর পুলিশ, ডিএসপি এবং সিআরপিএফ-এর আধিকারিকদের ঠিকানাতেও অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্টের অভিযানের পর সিবিআই অপরাধমূলক নথি, ডিভাইস, উত্তরপত্র, আবেদনপত্র এবং ওএমআর ফাইলগুলি উদ্ধার করেছিল, যা এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।