কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): সাতসকালেই আঁধার নামল তিলোত্তমায়। মঙ্গলবার সকালে কলকাতাসীর ঘুম ভেঙেছে প্রবল বৃষ্টির মধ্যেই। ভোগান্তির ভারী বৃষ্টি হয়েছে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে এদিন সকালে প্রবল বৃষ্টিপাত হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলাতেও ভালো বৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতার নানা স্থানে ভালোই বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জেরে কাজেকর্মে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হয় অফিস যাত্রীদের। কলকাতার ট্রাফিক খানিকটা হলেও শ্লথ ছিল।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিভিন্ন জায়গা। দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন, লেক গার্ডেনস এলাকায় জল জমে যায়। এছাড়াও সোনারপুরের নীচু এলাকাতেও জল জমে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে উত্তর কলকাতার বিভিন্ন জায়গাও। এদিন সকাল থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা। সঙ্গে দমকা হাওয়া বইতে থাকে। দফায় দফায় ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করে যানবাহন।

