পাথারকান্দি সমবায় সমিতির সাধারণ সভা আগা‌মী ১৮ই

পাথারকান্দি (অসম), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি সমবায় সমিতির ২০২২-২৩ অর্থবর্ষের বার্ষিক সাধারণ সভা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পাথারকান্দি রবীন্দ্রভবন প্রাঙ্গণে এদিন সকাল ১১টা থেকে শুরু হ‌বে সভা।

সাধারণ সভায় সমিতির প্রস্তাবাদি পাঠ ও অনুমোদন গ্রহণ করা হ‌বে। এছাড়া সভায় সমিতির ২০২২-২৩ অর্থবর্ষের বার্ষিক পরিকল্পনা ও প্রস্তাবাদি গ্রহণ বাজেট অনুমোদন ছাড়াও অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা হ‌বে। তাছাড়া এদিনের সাধারণ সভার মূল আলোচ্যসূচিতে সমিতির সভ্যগণের ঋণ গ্রহণের ঊর্ধ্বতম সীমা নির্ধারণ করা হ‌বে। তবে এদিনের সাধারণ সভায় সমিতির কিস্তি খেলাফি ঋণী এবং অন্য কোনও কারণে ঋণ খেলাপি শেয়ার হোল্ডাররা সভায় অংশগ্ৰহণ করতে পারবেন না। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন সমবায় সমিতির চেয়ারম্যান মনোজ সূত্রধর ও সচিব প্রদীপচন্দ্র দে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *