পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার রামজীবনপুর এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের।
মৃতের নাম রাজুকুমার মণ্ডল (৩২)। চন্দ্রকোনার পৌরসভার ১২ নং ওয়ার্ড মলেশ্বরপুরে তাঁর বাড়ি।সোমবার রাতে ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, ঝড়ের গতিতে ছুটছিল তিনটি গাড়ি। একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। দুটো গাড়ির মাঝে পড়ে গিয়েছিলেন তিনি। মাঝে পিষ্ট হয়ে যায় শরীর, একেবারে আড়াআড়িভাবে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাজুকুমার রামজীবনপুর ফাঁড়ির ঘাটাল-মাংরুল রাজ্য সড়কের বিলপুকুর এলাকায় কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলপুকুর এলাকায় রাতের নাকা তল্লাশি চলার সময় চন্দ্রকোণা থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য পুলিশ কর্মীরা কয়েকটি গাড়িকে আটকানোর চেষ্টা করেছিলেন। তিনটি পণ্যবাহী গাড়িকে পুলিশ আটকানোর চেষ্টা করতেই চালকরা দ্রুত গতিতে পুলিশকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। একে অপরকে পাশ কাটিয়ে যাওয়ার সময়েই মাঝে পড়ে গিয়েছিলেন রাজুকুমার।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালেও এলাকায় ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাস্তার রক্ত জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল। তবে এই এলাকায় গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে চলে। রাস্তা সরু। সেখান থেকে এই ভাবে গাড়ি চলতে গিয়েই দুর্ঘটনা।”