কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিআইডি-র হাতেই তদন্তভার রাখার নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্ত করছিল সিআইডি। সেই তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। তারই রায় জানা গেল মঙ্গলবার।
উল্লেখ্য, এইমস-এ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। ‘বেআইনি ভাবে চাকরি বণ্টন’, বিশেষ করে দলীয় ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। যাঁদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ, তাঁরা হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।