ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ, সোমবার থেকে শুরু হলো চার দিন ব্যাপী দুঃসাহসিক ক্রীড়ার অঙ্গ হিসেবে ক্লাইম্বিং শিবির। বাঁধারঘাটস্থিত কৃত্তিম ক্লাইম্বিং ওয়ালে রাজ্যের আট জেলার ক্লাইম্বররা এই প্রশিক্ষন শিবিরে অংশ নেয়। চারজন বালিকা ও ২৮ জন বালক তাছাড়া একজন রুট সেটার ও একজন বিলেয়ার সহ মোট ৩৪ জন শিবিরে উপস্থিত হয়েছেন। আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে প্রদীপ জ্বালিয়ে শিবিরের সূচনা করেন বিশিষ্ট পর্বতারোহী তথা অবসর প্রাপ্ত শিক্ষক ড. হরিপদ সাহা ও রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দু দত্ত। তাছাড়া, উপস্থিত ছিলেন স্পোর্টস স্কুলের প্রধান শিক্ষক সান্তনু সূত্রধর, সহকারী প্রধান শিক্ষিকা বীনা মগ, স্টাফ কাউন্সিল সচিব শুভেনজিৎ সিনহা, শারীর শিক্ষক গৌতম রায়, শিবিরের টেকনিক্যাল ডিরেক্টর প্রনব অখন্ড প্রমুখ। শিবির চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত।
2022-09-12