দুবাই, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরার শিরোপা পেল শ্রীলঙ্কা। ঋণে জর্জরিত দেশটির পালাবদল হয়েছে রাজনৈতিক মহলে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দ্বীপরাষ্ট্র থেকে এশিয়া কাপ সরে যায়। রবিবার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপ ঘরে নিয়ে গেল শ্রীলঙ্কা। শেষ বার এশিয়া কাপ শ্রীলঙ্কা জেতে ২০১৪ সালে।
রবিবার টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। কুশল মেন্ডিসের উইকেট শুরুতেই ছিটকে দেন নাসিম শাহ। শ্রীলঙ্কার রান তখন মাত্র ২। আরেক ওপেনার নিসাঙ্কাও (৮) বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ২৩ রানেই শ্রীলঙ্কার দুই ওপেনার ফিরে যান ডাগ আউটে। নিসাঙ্কাকে ফেরানোর পরে হ্যারিস রাউফ ফের আঘাত হানেন শ্রীলঙ্কার ইনিংসে। দলীয় রান যখন ৩৬, তখন হ্যারিস রাউফ ফিরিয়ে দেন শ্রীলঙ্কার ব্যাটার গুণতিলককে (১)। ধনঞ্জয় ডি’ সিলভা ২৮ রানে আউট হন। তবে শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফেরান রাজাপক্ষে ও হাসারাঙ্গা। শেষে শ্রীলঙ্কার ব্যাটাররা ২০ ওভারে করে ৬ উইকেটে ১৭০ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম ও ফকর জামান দ্রুত ফিরে যান। অবশ্য প্রথম ওভারেই শ্রীলঙ্কার বোলার মদুশঙ্কা ১১টি বল করেন। ২২ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। মহম্মদ নওয়াজ মাত্র ৬ রানে ডাগ আউটে ফেরেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানের আস্কিং রেট বাড়তে থাকে। রিজওয়ান মোক্ষম সময়ে ফিরলেন। ৪৯ বলে ৫৫ রান করেন পাক উইকেটকিপার। প্রবল চাপের মুখে নিজেদের প্রযোগ করতে ব্যর্থ হন খুশদিল শাহ, আসিফ আলিরা। শেষ পর্যন্ত পাকিস্তান থামে ১৪৭ রানে। এশিয়ার ক্রিকেট তাজ উঠল শ্রীলঙ্কার মাথায়।