কলকাতা, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানের অবস্থান ওড়িশার দক্ষিণে। এর প্রভাবে রবিবার রাজ্যে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিসের এই পূর্বাভাস পুজোর আয়োজক থেকে শুরু করে আমজনতার চিন্তা অনেকটাই বাড়িয়ে দেবে।
নিম্নচাপ শক্তি বাড়ানোয় উপকুলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্য জেলাতেও। আজ এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আপাতত তা বজায় থাকতে চলেছে।
আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ ১৪ তারিখ অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে অর্থাৎ ১৫ তারিখ থেকে বৃষ্টির দাপট কমবে। আগামীকাল পর্যন্ত সমুদ্র উপকুলে দমকা হাওয়া বইবে। যার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। তাই ১৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের গরমের দাপট অনেকটাই কমেছে। সোমবার দিনের আকাশ সাধারণত মেঘলা। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।