নাগপুর বিমানবন্দর থেকে গ্রেফতার জব্বলপুরের বিশপ পি সি সিং

জব্বলপুর, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডাব্লু) দল নাগপুর বিমানবন্দর থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জব্বলপুরের উত্তর ভারতের শিক্ষা বোর্ডের বিশপ প্রেম চন্দ্র সিং ওরফে পি সি সিংকে গ্রেফতার করেছে। ইওডাব্লু দল বিশপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। শীঘ্রই তাকে জব্বলপুরে নিয়ে আসা হবে।

বিশপ প্রেম চন্দ্র সিং ওরফে পি সি সিংকে গ্রেফতারের জন্য তার বিদেশ থেকে ফেরা এবং প্রতিটি গতিবিধি নজর রেখেছিল। এ বিষয়ে ইওডব্লিউ সদর দফতর থেকে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সোমবার নয়াদিল্লি থেকে বেঙ্গালুরু হয়ে নাগপুর পৌঁছানোর পর বিশপকে সিআইএসএফ-এর সহায়তায় নাগপুর বিমানবন্দর থেকে হেফাজতে নেওয়া হয়। এই মুহূর্তে ইওডাব্লু এবং অন্যান্য সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে জব্বলপুরে ইওডাব্লিউ বিশপ পিসি সিংয়ের বাড়িতে হানা দেয়। বিশপের বাড়ি থেকে ১.৫ কোটি টাকা নগদ সহ বেশ কয়েকটি সম্পত্তির সন্ধান পেয়েছে। তদন্তে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগের তথ্যও সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *