Homeopathy Doctor:হাতুড়ি দিয়ে মাথায় আঘাত, গুরুতর আহত হোমিওপ্যাথি ডাক্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর :  হাতুড়ি দিয়ে ডাক্তারের মাথা ফাটালো পঞ্চায়েত প্রধানের ভাই৷ ঘটনা সোমবার সকালে বাগমা বাজারে৷ এদিন সকালে বাগমা বাজারে  অগ্ণিকাণ্ডের ঘটনা শুনে   হোমিওপ্যাথি ডাক্তার কল্যাণ মজুমদার দোকান পরিদর্শনে গেলে, তারই জ্যাঠতুতু ভাই তথা বারভাইয়া পঞ্চায়েত প্রধানের মেজ ভাই বিশ্বজিৎ মজুমদার প্রকাশ্য বাগমা বাজারে হাতুড়ি দিয়ে ডাক্তার কল্যাণ মজুমদারের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে৷ কল্যাণ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়৷

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ  ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ কেন এই হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছে পূর্ব বিরোধের ধরেই এই ঘটনা সংঘটিত হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷