নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর : ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম এর রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি এমনটি মনে করছে রাজনৈতিক মহল৷ দেশের সংবিধান রক্ষা, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা সহ জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগের সোমবার তেলিয়ামুড়ায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করল বামেরা৷ এই মিছিলটি শুরু হয় তেলিয়ামুড়া সি.পি.আই.এম মহকুমা কমিটির কার্যালয়ের সামনে থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভা করে সেখানেই মিছিলের সমাপ্তি হয়৷ এদিনের এই মিছিলে পা মেলাতে দেখা যায় বাম নেতা হেমন্ত কুমার জমাতিয়া, যুব নেতা রঞ্জু দাস, টুটন দেব, ছাত্র নেত্রী মন্দাকান্তা নাথ চৌধুরী সহ অন্যানরা৷
2022-09-12