জ্ঞানবাপীতে পুজোর আবেদনের শুনানি হবে জানাল আদালত, পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর

বারাণসী, ১২ সেপ্টেম্বর (হি.স.): জ্ঞানবাপী মসজিদে পুজো করার অনুমতি চেয়ে দায়ের হওয়া আবেদনের শুনানিতে অনুমোদন দিল বারাণসী জেলা আদালত। ওই ব্যাপারে অঞ্জমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটির আবেদন সোমবার খারিজ করে দিয়েছেন জেলা বিচারক। এখন এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ সেপ্টেম্বর। উল্লেখ্য ২০২১ সালের আগস্ট মাসে পাঁচজন হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদের ভিতর দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালতে। যার বিরোধিতা করেছিল মসজিদ কমিটি।

অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আইনজীবী বারাণসী জেলা আদালতে জানিয়েছিলেন, ১৯৯১ সালের ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন অনুযায়ী এই বিষয়ে কোনও আবেদনের শুনানি হতে পারে না। তিনি জানান, ব্রিটিশ আমলেও জ্ঞানবাপীর জমিতে মন্দির গড়ার দাবি উঠেছিল। কিন্তু জ্ঞানবাপীতে নমাজের ব্যবস্থাএ বহাল থাকে ইলাহাবাদ হাইকোর্টর রায়ে।
গত বছর শ্রিংগার গৌরীর পূজার দাবিতে সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে মামলা করেন পাঁচ মহিলা। আঞ্জুমান অন্তঃজেনিয়া কমিটি একটি আবেদন করে মামলার রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রশ্ন তুলেছিল। আদালত, তাদের আবেদন উপেক্ষা করে, শুনানি করে এবং জ্ঞানবাপী চত্বরে একটি জরিপ করার অনুমতি দিয়ে রিপোর্ট তলব করে। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২৬ মে থেকে জেলা জজ আদালতে শুনানি শুরু হয়।