Murder:পাথারকান্দির ধানখেতে যুবতীর অর্ধনগ্ন লাশ, ধর্ষণ করে খুনের সন্দেহ, দোষীদের শীঘ্র গ্রেফতারের দাবিতে থানার সামনে ধরনা

পাথারকান্দি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : জনৈক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। মৃতদেহকে স্থানীয় কচুবাড়ি গ্রামের বাসিন্দা বছর ৩২-এর পঞ্চমী সিনহা বলে শনাক্ত করা হয়েছে।

আজ রবিবার সকালে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের পাথারকান্দি শহর সংলগ্ন তিনখালের ধানখেতে পঞ্চমী সিনহার অর্ধনগ্ন নিথর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাথারকান্দি থানায়। খবর পেয়ে দলবল নিয়ে থানার ওসি ইনস্পেক্টর সমরজিৎ বসুমতারি তিনখালের ওই ধানখেতে যান। প্রাথমিক এনকুয়েস্টের পর পঞ্চমীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছেন তিনি।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পাথারকান্দিতে। এদিন সকালেই থানার সামনে কচুবাড়ি এবং পাথারকান্দি শহরের নাগরিকরা ধরনা-অবস্থানে বসেন। পঞ্চমীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তাই ঘটনার সঙ্গে জড়িতদের শীঘ্র গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

ওসি সমরজিৎ বসুমতারি জানান, গতকাল শনিবার রাতে তীব্র গরমের জন্য বাড়ির বাইরে পায়চারি করছিলেন পঞ্চমী। ঘর থেকে বাইরে যাচ্ছেন, তা তাঁর অভিভাবকদের জানিয়েওছিলেন। এর পর আচমকা তিনি নিখোঁজ হয়ে যান। বাড়ি এবং প্রতিবেশীরা সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। তিনি জানান, রাতে অবশ্য থানাকে ঘটনা সম্পর্কে অবগত করা হয়নি। আজ সকালে তাঁর মৃতদেহ তিনখালের ধানখেতে দেখে তাঁকে জানানো হয়েছে, জানান ওসি বসুমতারি।

ওসি আরও জানান, পুলিশেরও সন্দেহ, ধর্ষণ করে পঞ্চমীকে খুন করে ধানখেতে ফেলে যাওয়া হয়েছে। তাঁর শরীরের কয়েকটি জায়গায় আঘাতের স্পষ্ট চিহ্নও রয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট হাতে আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে যদিও ইতিমধ্যে ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে জানান ওসি সমরজিৎ।