Piyush Goyal:২০৪৭ সালে অর্থনীতি হিসেবে ভারতকে বৈশ্বিক বৃদ্ধির চালিকা শক্তি রূপে দেখা যেতে পারে : পীযূষ গোয়েল

ক্যালিফোর্নিয়া, ১১ সেপ্টেম্বর (হি.স.): ভারত সমস্ত গণতন্ত্রের জননী হতে পেরে গর্বিত। প্রাণবন্ত বিচার বিভাগ, আইনের শাসন, শক্তিশালী মিডিয়া এবং স্বচ্ছ সরকারি ব্যবস্থার জন্য আমরা গর্বিত। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ব্যাবসায়িক কমিউনিটিকে বললেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। আমেরিকা সফররত পীযূষ গোয়েল বলেছেন, ২০৪৭ সালে অর্থনীতি হিসেবে ভারতকে বৈশ্বিক বৃদ্ধির চালিকা শক্তি হিসাবে দেখা যেতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, “ভারতের জনসংখ্যাগত লভ্যাংশের সুবিধা রয়েছে। আমাদের যুব সমাজ, উচ্চাকাঙ্ক্ষী মানুষই আমাদের কাছে সবচেয়ে বড় সম্ভাবনা এবং তাঁদের প্রত্যেকেই ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে বিশ্বের সঙ্গে যুক্ত।”

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, “আমরা যখন ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যাত্রা শুরু করছি, তখন আমাদের জন্য আগামী ২৫ বছরে ভারতকে কোথায় দেখতে পাব তা প্রতিফলিত করার একটি গুরুত্বপূর্ণ সময়। অমৃত কালের পরবর্তী ২৫ বছর, ঠিক যেমন প্রধানমন্ত্রী মোদীর দ্বারা বলা হয়েছে, এই ২৫ বছর ভারতের প্রগতির গল্প সংজ্ঞায়িত করতে চলেছে।”

পীযূষ গোয়েল আরও বলেছেন, “ভারতে বিনিয়োগের জন্য এটাই সুবর্ণ সময়। আমি আপনাদের সকলকে একটি উন্নত দেশ হওয়ার পথে ভারতের উন্নয়ন যাত্রায় অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের সকলকে ভারতের তৈরি পণ্য উপহার দেওয়ার জন্য, ভারতের কারিগরদের তৈরি তাঁত, হস্তশিল্প, খাদি উপহার দেওয়ার সংকল্প করার জন্য অনুরোধ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *