Earthquake :পাপুয়া নিউ গিনিতে ৭.৬ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

পোর্ট মোরসবি, ১১ সেপ্টেম্বর (হি.স.): ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কাইনানতু শহরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে এবং মাদাং শহরে। কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই শহরগুলিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে বলে জানা গিয়েছে।

কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাদাং শহরের এক বাসিন্দা বিভি আপোকোরে বলেন, “প্রবল একটা ঝাঁকুনি অনুভব করলাম। তার পর ঘরবাড়ি সব খেলনার মতো দুলছিল।” কী পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *