যোধপুর, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : শনিবার বিকেলে জয়সলমের থেকে যোধপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোধপুর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সেসময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উপস্থিত ছিলেন।
ওবিসি মোর্চা ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল লেক ভিউতে পৌঁছেছে অমিত শাহের কনভয়। বৈঠকে তিনি কর্মীদের সঙ্গে এক আলোচনায় যোগ দিয়েছেন। রাজ্য সভাপতি সতীশ পুনিয়া, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং এবং অর্জুন রাম মেঘওয়াল, বসুন্ধরা রাজে সহ আরও অনেক নেতা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। শাহ হোটেল লেক ভিউতে পৌঁছলে শ্রমিকদের তিলক দিয়ে স্বাগত জানানো হয়। ওবিসি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বহু মানুষ এবং দলের অন্যান্য পদাধিকারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে শুক্রবার রাতে জয়সলমের সফর করেছিলেন। শনিবার সকালে তনোট মাতার দর্শন শেষে যোধপুরে পৌঁছান।

