কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : আনিস খানের ভাই সলমন খানের ওপর আক্রমণের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
শনিবার সুজনবাবু টুইটারে লিখেছেন, “প্রতিবাদী আনিস খানকে খুন করে ওরা বলেছে আত্মহত্যা।সাক্ষী ভাই সলমন। নিরাপত্তা চেয়েও পায়নি।মাঝরাতে কুপিয়ে খুনের চেষ্টা। এবার কি বলবে? আত্মহত্যার প্রচেষ্টা? শাসক তৃণমূল আর নির্লজ্জ প্রশাসন মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। ধরা পড়ে যাচ্ছেন মাননীয়া।পার পাবার কোন উপায় নেই আর।“
প্রসঙ্গত, সলমনের পরিবারের দাবি, শুক্রবার রাতে এক দল দুষ্কৃতী বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালিয়েছে। তাঁকে দিয়ে টাঙি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। এনিয়ে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আনিসের বাবা সেলিম খান। তাঁর অভিযোগ, ‘‘আনিসের মামলাটা শেষ করে দেওয়ার জন্য সলমনকে শেষ করার চেষ্টা করেছিল শাসকদলের লোকজন। শাসকদলের স্থানীয় কিছু দুষ্কৃতী এর সঙ্গে জড়িত আছে। তারাই ঘটিয়েছে এই কাণ্ড। কারণ সলমন আনিসের ঘটনার সাক্ষী। সাক্ষ্যপ্রমাণ লোপাটের জন্য সলমনের উপর হামলা হয়েছে।’’