১৪-১৬ সেপ্টেম্বর হাওড়া-বর্ধমান শাখায় দুর্ভোগের শঙ্কা, নিয়ন্ত্রিত হবে লোকাল ট্রেনও

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া-বর্ধমান শাখায় আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর রসুলপুর ও শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণ কাজ সম্পন্ন করার পাশাপাশি রসুলপুর, পালসিট, শক্তিগড়ে নন-ইন্টারলকিং কাজ চলবে। একইসঙ্গে ট্রাফিক পাওয়ার ব্লক চলবে। এর ফলে ওই সময়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইন, মেনলাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

৫৪টি মেল, এক্সপ্রেস ও সুপার ফাস্ট ট্রেন বাতিল করা হয়েছে, সংশ্লিষ্ট লিংক ট্রেন না থাকা ও অন্যান্য কারণে কিছু মেল এক্সপ্রেস ট্রেন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর। এছাড়াও ইএমইউ লোকাল ট্রেনগুলিকে প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করা হবে। রেলের একাধিক কাজের জন্য ১৪-১৬ সেপ্টেম্বর দুর্ভোগ বাড়তে পারে যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *