নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূলের লড়াইয়ে দেশবাসীকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। শনিবার একটি ভিডিও বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ‘অন্ত্যোদয়’ মন্ত্রের সঙ্গে ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মিশন মোডে কাজ করছে।
দেশবাসীর কাছে তিনি গণ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লক্ষ্য অর্জনের জন্য আমি সকলকে এই গণ আন্দোলনে যোগদানের আহ্বান জানাই। ‘নি-ক্ষয় মিত্র’ হয়ে যক্ষ্মা রোগীদের সাহায্যে এগিয়ে আসুন।”
প্রসঙ্গত, দেশ থেকে ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে শুক্রবারই প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযানের সূচনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।