কলকাতার তিন ঠিকানায় তল্লাশি ইডি-র, অভিযান পার্কস্ট্রিটের একটি বাড়িতে

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার তিনটি ঠিকানায় আচমকাই অভিযান চালাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই তিনটি ঠিকানা হল-পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিটের একটি বাড়ি। বাকি দু’টি অভিযান বন্দর সংলগ্ন এলাকায় এবং গার্ডেনরিচে শাহি আস্তাবল অঞ্চলে চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালান ইডি-র গোয়েন্দারা।

ঘড়ির কাঁটায় সকাল তখন সাড়ে আটটা হবে, ইডির আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে এই তিন জায়গায় অভিযানে যান। গার্ডেনরিচে এক পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও সূত্রের খবর। একই সঙ্গে ম্যাকলয়েড স্ট্রিটের একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে নির্দিষ্ট কোনও এক আইনজীবীর খোঁজে চালানো হয়। বাড়ির কাছে থাকা একটি গাড়ির ভিতরে বেশ কিছু নথি ঘেঁটে দেখা হয়। এছাড়াও বন্দর এলাকাতেও এক বস্ত্র ব্যবসায়ীর খোঁজে অভিযান চালানো হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ঠিক কি কারণে এই তিন জায়গায় অভিযান, তা স্পষ্ট করে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *