Covid 19:উউদ্বেগ বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ, আক্রান্ত ২৬৩

কলকাতা, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : দু, একদিন স্বস্তির পর ফের রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা সংক্রমণ। বাড়ল পজিটিভিটি রেটও।

রাজ্যের স্বাস্থ্যদফতরের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত ২৬৩ জন। মৃত্যু হয়েছে একজনের।যদিও গত ২৪ ঘণ্টায় কোভিডের বলি রাজ্যের একজন। সুস্থ হয়ে উঠেছেন ২১৪ জন, যা সংক্রমিতের তুলনায় বেশ কম।সুস্থতার হারও অপরিবর্তনীয়। তবে সামগ্রিকভাবে উৎসবের বাংলায় করোনা পরিসংখ্যান উদ্বেগজনক।