ভারত থেকে টিবি নির্মূলই লক্ষ্য, ৯ সেপ্টেম্বর পিএম টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ভারত থেকে ২০২৫ সালের মধ্যে টিবি নির্মূলের মিশনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ৯ সেপ্টেম্বর, শুক্রবার প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালের মার্চ মাসে, একটি সম্মেলনে ২০৩০ সালের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) লক্ষ্যমাত্রার বছর পাঁচেক আগে দেশ থেকে টিবি নির্মূল করার আহ্বান জানিয়েছিলেন।

সেই মতো ভারত থেকে ২০২৫ সালের মধ্যে টিবি নির্মূলের মিশনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শুক্রবার প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী পারভিন পওয়ারের উপস্থিতিতে এই অভিযান শুরু হবে। রাজ্য ও জেলা স্বাস্থ্য আধিকারিক, কর্পোরেট, সুশীল সমাজ এবং এনজিও-র প্রতিনিধিরা এই অভিযানে অংশ নেবেন। এই অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নি-ক্ষয় মিত্র উদ্যোগেরও সূচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *