দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার। আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে গুজরাটের সুরাটের ওলপাডে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এমনই একটি প্রচেষ্টা। এই প্রকল্পের আওতায় সমগ্র দেশে প্রায় ২ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, পূর্ববর্তী সরকারগুলি কৃষকদের জন্য বড় বড় ঘোষণা করলেও, কৃষকের খাতায় কিছুই পৌঁছয়নি। কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার কৃষকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে। এই সৎ অভিপ্রায়ের কারণেই দেশ ও গুজরাটের কৃষকরা আমাদের বারবার আশীর্বাদ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *