CBI:আদালতে রাজু সাহানির বিদেশের ৩ সংস্থার হদিশ দিল সিবিআই

পশ্চিম বর্ধমান, ৮ সেপ্টেম্বর (হি. স.) : চিটফান্ডকাণ্ডে ধৃত হালিশহরের তৃণমূল পুরপ্রধান রাজু সাহানিকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে রাজুর ৩টি সংস্থার হদিস মিলেছে, বৃহস্পতিবার জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শএ ছাড়াও সৌম্যরূপ ভৌমিক নামে একটি ঘনিষ্ঠের নামে তাইল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-ও খোলা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ারের সঙ্গে কোনও সম্পর্ক নেই ধৃতের, পাল্টা দাবি জানিয়ে জামিনের আর্জি করেন রাজুর আইজীবী। এদিন মোট ২৫ মিনিট শুনানি হয় । তাতে রাজু সাহানির আইনজীবী প্রদীপ করের বক্তব্য ছিল, বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ারের সঙ্গে ধৃত তৃণমূল পুরপ্রধানের সরাসরি যোগ রয়েছে বলে কোনও প্রমাণ দিতে পারেনি সিবিআই। পাশাপাশি কী ভাবে পলাতক সৌম্যরূপ ভৌমিককে তাঁর সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও বিস্ময় রয়েছে।

যদিও সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য, হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে রাজু সাহানির মোট ৩ টি সংস্থার হদিস মিলেছে। তাইল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে এক ঘনিষ্ঠের নামে, দাবি সিবিআইয়ের। তদন্তকারীদের বক্তব্য, সৌম্যরূপ ভৌমিক নামে এক ঘনিষ্ঠের নামে অ্যাকাউন্ট রয়েছে তাইল্যান্ডে। উল্লেখ্য এই সৌম্যরূপ ফেরার, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সঙ্গে সংযোজন, লোকেশন ট্র্যাক করে দেখা গিয়েছে রাজুর বাড়িতেই ছিলেন তিনি। পাশাপাশি রাজু সাহানির বাড়ি-রিসর্ট থেকে ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের। ধৃতের আইনজীবীর অবশ্য বক্তব্য, রাজুকে টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল যা তিনি শোধও করে দেন। কিন্তু তা হলে ওই তিন সংস্থা কার? সেটা অবশ্য তদন্তসাপেক্ষ। আপাতত যে কোনও শর্তে জামিনের আর্জি জানান রাজু সাহানির আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *