কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ফলে তৃণমূলের এই অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। এদিন সেই মঞ্চ থেকেই সুর চড়ালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে দিল্লির কাছে বাংলা হাত পাতবে না।”
এ ছাড়াও অভিষেক এ দিন বলেন-
* বদলা নেব আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে।
* দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না’।
* বিজেপির জল্লাদ হার্মাদরা এক হয়েছে।
* সিপিএমের কুৎসা করে লাভ হবে না।
* গুজরাতে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন?
* ‘মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অপমান করছে বিজেপি’
* পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটাকা চাপায়নি কারও উপর।
* দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর কলকাতা। অমিত শাহর দফতরের রিপোর্টই একথা বলছে।
* অমিত শাহ জাতীয়তাবাদের কথা বলেন, তাঁর ছেলে জাতীয় পতাকা ধরতে অস্বীকার করেন।
* অমিত শাহর উচিত ছেলেকে ত্যাজ্যপুত্র করা।
* অমিত শাহ তৃণমূলকে ভয় করে। সেইজন্যই ইডি-সিবিআই দেখিয়ে ধমকে চমকে দমিয়ে রাখার চেষ্টা করছেন।
* দিলীপ ঘোষরা কেন্দ্রকে বাংলার বরাদ্দ দিতে বারণ করছেন।
* তৃণমূলে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বলে কেউ নেই।
পঞ্চায়েত নির্বাচনে বাংলাকে বিরোধীশূন্য করতে হবে। সরাসরি এমন আহ্বান জানিয়েও দলীয় কর্মীদের সতর্ক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথকর্মীদের নিয়ে তৃণমূলের বিশেষ সম্মেলনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুঝিয়ে দেন, জোর করে ভোটে জেতা নয়, গণতান্ত্রিক পথেই জয় চাই। শুধু পঞ্চায়েত নয়, পরের লোকসভা ভোটেও সেই পথেই কর্মীদের হাঁটার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার অভিষেক বলেন, ‘‘গণতান্ত্রিক ভাবে বিরোধীশূন্য করতে হবে। ২০২৩ সালের পঞ্চায়েত ও ২০২৪ সালের লোকসভা ভোটে সেই কাজ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। নেত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। তাই আমাদের সেই পথে চলেই বিজেপিকে জবাব দিতে হবে।’’নেতাজি ইন্ডোরে তৃণমূলের এই বিশেষ সাংগঠনিক অধিবেশনে পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতা ও পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়।