নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর : প্রবল ঝড়ে গোকুলনগর পিএসআর ক্যাম্প সংলগ্ণ সড়কে গাছ পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন মধুপুর থানার ওসি সহ অপর এক পুলিশকর্মী৷ ঘটনা মঙ্গলবার রাত আটটায়৷ বন্ধ হয়ে পড়ে আগরতলা কমলাসাগর মূল সড়ক৷ ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশসহ টিএসআর জওয়ানরা৷
জানা গেছে, মধুপুর থানার ওসি বুদ্ধ দেববর্মা ও অপর এক পুলিশ কর্মী শাহজাহান মজুমদার বাইকে করে মধুপুর থেকে বিশালগড় আসার পথে গোকুলনগর পিএসআর ক্যাম্প সংলগ্ণ সড়কে প্রবল ঝড়ে গাছ ভেঙে পড়ে গুরুতরভাবে আহত হন৷ মধুপুর থানার ওসি বুদ্ধ দেববর্মা সহ অপর এক পুলিশ কর্মী শাহজাহান মজুমদারকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গাছ পড়ে ওসির একটি হাত ভেঙে যায়৷ ঘটনার পর স্থানীয় লোকজনরাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত বুদ্ধ দেববর্মা এবং অপররেক পুলিশকর্মী শাহজান মজুমদারকে হাসপাতালে পাঠান৷ গাছ ভেঙে যাওয়ার ফলে আগরতলা কমলাসাগর সড়ক বন্ধ হয়ে পড়ি উভয়দিকে প্রচুর পরিমাণে গাড়ি আটকে পড়ে৷ টি এস আর ক্যাম্প থেকে জওয়ানরা বেরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর থানার এসআই শুভজিৎ দেব ছুটে আসে৷