Football:সি-ডিভিশন ফুটবল শুরুতেই ব্লাডমাউথকে রুখে দিল এনএসআরসিসি

ব্ল্যাক মাউথ – ০

এনএসআরসিসি – ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। শুরু হলো সি-ডিভিশন ঘরোয়া ক্লাব লিগ ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবারও তৃতীয় ডিভিশন লিগ ফুটবল দিয়ে শুরু করেছে পুরুষ ফুটবল মরশুম। উদ্বোধনী ম্যাচে ব্লাড মাউথ ক্লাব বনাম এনএসআরসিসি-র ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র-তে নিষ্পত্তি হয়েছে। ম্যাচে উত্তেজনা ছিল। পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ ও পরিলক্ষিত হয়েছিল। লড়াই এতটাই হাড্ডাহাড্ডি হয়েছে, তিন কাঠিতে বল গলানোর মাধ্যমে জালে বল জড়ানোর কাজটি কেউ করতে পারেনি। গোলশূন্য ড্র-তে ম্যাচ নিষ্পত্তি হওয়ায় দু’দল ১-১ করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। কার্যত বডি কন্টাক্ট গেম হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে, ইচ্ছাকৃতভাবে অসদুপায় অবলম্বনের দায়ে প্রথমার্ধে দুইজন এবং দ্বিতীয়র্ধ্বে একজন, দু’দলের মোট তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, খোকন সাহা, বিশ্বজিৎ পাল ও সুকান্ত দত্ত। এদিকে খেলা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবলের অনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রাক্তন ফুটবলার নন্দলাল দাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফুটবল এসোসিয়েশনের সভাপতি রতন সাহা, সহ-সভাপতি চঞ্চল নন্দী, অমিত দেব, সম্পাদক অমিত চৌধুরী, যুগ্ম-সচিব পার্থসারথি গুপ্ত, কৃষ্ণপদ সরকার, মনোজ দাস প্রমূখ উপস্থিত ছিলেন। টিএফএ-র পতাকা উত্তোলন, খেলোয়ারদের সঙ্গে পরিচিত লাভ, বল কে পা দিয়ে ঠেলে আনুষ্ঠানিক উদ্বোধন – সিডিউল অনুযায়ী এগুলোও ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। দিনের খেলা: ভারতরত্ন সংঘ বনাম সাই-স্যাগ, বিকাল তিনটায়, পুলিশ মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *