লখনউ, ৭ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে একযোগে অভিযান চালাল আয়কর বিভাগ। বুধবার উত্তরপ্রদেশে আয়কর বিভাগ যে সব জায়গায় অভিযান চালিয়েছে তার মধ্যে রয়েছে লখনউ এবং কানপুর।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের হুসেনগঞ্জের চিতওয়াপুর এলাকার বাসিন্দা গোপাল রাইয়ের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। রাই রাষ্ট্রীয় ক্রান্তিকারি সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি। এই রিপোর্ট লেখা পর্যন্ত আয়কর দফতরের অভিযান চলছে। রাইয়ের বাড়িতে অভিযান চলাকালে বাইরে থেকে কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। লখনউ ছাড়াও কেশবনগর, কাকদেব এবং কানপুরের কিদওয়াই নগরে অভিযান চলছে। এখানে আয়কর বিভাগ অবৈধ লেনদেন এবং রাজনৈতিক দলগুলিতে অনুদান সংক্রান্ত নথিপত্র যাচাই করছে। যেসব জায়গায় অভিযান চলছে সেগুলো সব রাজনৈতিক দলের।

