Death:গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্বামীর বাড়ির লোকদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর :  রাজ্যে নারী নির্যাতন ও গৃহবধূ নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ এ ধরনের কার্যকলাপ ও সামাজিক অবক্ষয়ের স্বামীর৷ এসব বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা থাকলেও পরিস্থিতি সামাল দেওয়া রীতিমত কষ্টকর হয়ে উঠেছে৷ খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকায় বিষ পান করিয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মিলেছে৷ গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি কল্যাণপুর থানা এলাকার কমলনগর গ্রাম পঞ্চায়েতের ময়মনসিং পাড়ায়৷ ঘটনার বিবরণে জানা যায়, কমলনগর গ্রামের প্রয়াত মতিলাল দাসের কন্যা রাজশ্রী দাস এর সাথে দেড় বছর পূর্বে সামাজিকভাবেই বিয়ে হয় পার্শবর্তী গ্রাম ময়মনসিং পাড়ার দুলাল রুদ্রপালের ছেলে বিপ্লব রুদ্রপালের সঙ্গে৷ 

গৃহবধূর মা নিয়তি দাস কল্যানপুর থানায় লিখিত অভিযোগে জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বামীর পরিবারের লোকজন গৃহবধূকে নির্যাতন করে চলছিল৷ এরই মধ্যে সাত মাস পূর্বে মেয়ের একটি পুত্র সন্তানও জন্ম নেয়৷ ইদানিং গৃহবধুর উপর নির্যাতনের মাত্রা অনেকাংশেই বেড়ে চলে৷  স্বামীর বাড়ির তরফ থেকে জানা গেছে গত ৩১ আগস্ট পড়ন্ত বেলায় গৃহবধূ নিজ বাড়িতেই বিষপান করে বলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷ আশঙ্কা জনক অবস্থায় কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে স্বামীর বাড়ির লোকজন৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল গৃহবধূর বিষপানের ঘটনাটি লাগোয়া গ্রামের বাপের বাড়িতে কোনভাবেই জানানোর প্রয়োজন বোধ করেনি স্বামীর বাড়ির লোকজনরা৷ প্রতিবেশীদের কাছ থেকে ঘটনা জেনে গৃহবধূর  মা তড়িঘড়ি ছুটে আসে কল্যাণপুর হাসপাতালে৷ কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূর সংকটজনক অবস্থা বুঝেই সাথে সাথে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন৷  জিবি হাসপাতালে টানা চার দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ৷ 

এদিকে, জিবি হাসপাতালে তিনদিন থেকেই স্ত্রীর সংকটজনক অবস্থা বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী বিপ্লব রুদ্রপাল৷ মঙ্গলবার রাতে মৃত গৃহবধূর  মা নিয়তি দাস স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক তার মেয়েকে বিষ পান করিয়ে খুন করার অভিযোগ এনে মামলা দায়ের করেন৷ কল্যাণপুর থানার পুলিশ স্পর্শকাতর এই অভিযোগের প্রেক্ষিতে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত চালাচ্ছে বলে জানায়৷ হতদরিদ্র পিতৃহীন পরিবারের মেয়ে তথা সাত মাসের নাবালক শিশু সন্তানের জননীর এ জাতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ যদিও স্বামীর পরিবারের লোকজনের দাবি গৃহবধূ বাড়ির সবার অলক্ষ্যে নিজেই বিষপান করে আত্মহত্যা করেছে৷ স্থানীয় মানুষ গৃহবধূর নির্মম মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের চিহ্ণিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *