কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : ‘শিক্ষার শেষ নাই, আর মার খাওয়ার কোনও বয়স নাই’। ফেসবুকে এমনই হুমকির শিকার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে এই হুমকি দেওয়া হয়েছে। আর এই ঘটনায় সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে যুব তৃণমূল কর্মীরা। এরপর এদিন সন্ধ্যা পৌনে ছটা নাগাদ দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে পাল্টা উত্তর দেওয়া হয়েছে। সব মিলিয়ে উত্তাপ বেড়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে।
বুধবার দুপুরেই দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর নেতৃত্বে দিনহাটা থানায় গিয়ে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজের বিরুদ্ধে অভিযোগ করেন। অন্যদিকে, হুমকি দিয়েও বাংলা ভাগের চক্রান্তের প্রতিরোধ থেকে এক ইঞ্চি সরানো যাবে না বলে ফেসবুক পোস্ট করেছেন উদয়ন গুহ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সন্ধ্যায় ‘দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’-এর ফেসবুক পেজে লেখা হয়, “চ্যালা চামচা দের দিয়ে আমার পেজের বিরুদ্ধে সাইবার ক্রাইমে কেস করেছেন উদয়ন বাবু। আপনি কি এই কথা গুলো গাজা মদ খেয়ে বলেছিলেন? বহু সংগঠন আছে কুচবিহারে যারা কুচবিহার /কামতাপুর রাজ্যের পুনরুদ্ধার এর দাবিতে গনতান্ত্রীক আন্দোলন করে আসছেন। আপনি কিভাবে সেই আন্দোলন কারিদের মিটিং মিছিল করলে কোন অধিকারে হাটু ভাঙ্গার হুমকি দিতে পারেন। কুচবিহার কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি। আগে নিজের ভাষা ঠিক করুন। এসব সিংহ গর্জন দিয়ে ভেজা বেরাল সাজার চেস্টা করবেন না। সাম্প্রদায়ীক সম্প্রিতি নস্ট করে সামাজিক বিশৃঙ্খলা ছরিয়েছেন আপনি, একের পর এক উসকানি মুলক মন্তব্য করেছেন আপনি,আজ নাটক করছেন।“
ওই ফেসবুক পেজে সরাসরি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর নাম করে লেখা রয়েছে, “উদয়ন গুহ ইতিহাসকে মিথ্যা প্রমাণিত করতে চাইলে হবার নেকি, বাংলাদেশ থেকে এসে কলকাতার চামচাগিরি করছেন। চিরদিন আপনার দিদির সরকার থাকবে না, আর আপনার মন্ত্রীত্বও থাকবে না। কুচবিহার রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কুচবিহার রাজ্যের মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। রক্তারক্তি, অভদ্র কথাবার্তা ইতিপূর্বে কোনো উত্তরবঙ্গ মন্ত্রীকে বলতে শুনিনি। আপনি তো রাজনীতিটাকে বাপের জমিদারির মত করে দেখছেন এটা চোলবে না। এই স্টাইল বদলান। জেনে রাখুন- মনে রাখবেন শিক্ষার শেষ নাই, আর মার খাওয়ার কোন বয়স নাই।”
প্রসঙ্গত, পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে জেলার বিভিন্ন সংগঠন। পাশাপাশি বিজেপি-র একাংশ, বিধায়কও উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে অভিযোগ তুলে বাংলাভাগের দাবিতে সরব হয়েছেন। সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কোচবিহারে গিয়ে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন। তখনও কোচবিহারকে পৃথক রাজ্য করার দাবি জানান অনন্ত মহারাজ।
যদিও বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছে বলে জানান সুকান্ত মজুমদার। তবে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে বলেও সরব হন তিনি। এরপরই রাজ্য ভাগের বিরোধিতায় ফের সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিভিন্ন সভায় রাজ্য ভাগের দাবির সমর্থনকারীদের হুঁশিয়ারিও দিচ্ছেন।