Kailashahar:ভেঙে পড়ল ক্লাসরুমের সিলিং, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর :  ভেঙে পড়লো সুকলের ক্লাস রুমের সিলিং৷ অল্পতে রক্ষা পেলো ছাত্র ছাত্রীরা৷ ঘটনা বুধবার কৈলাসহর লক্ষীনারায়ণ বাড়ি নিম্ন বুনিয়াদি সুকলে৷ এদিন সুকল  চলাকালীন  সময়েই ভেঙ্গে পড়ে সিলিং৷  যদিও কিছুদিন আগে শিক্ষকরা ওই ক্লাস রুমের সিলিংটি বিপজ্জনক ভাবে ঝুলছে দেখে তারা ক্লাস রুমটিতে তালা দিয়ে রেখে ছিলেন৷ এই রুমে ক্লাস চলতে থাকলে কি হতো, তা আর বলার অপেক্ষা রাখেনা৷ সুকলটি কৈলাসহর পুরসভার পনের নম্বর ওয়ার্ডে অবস্থিত৷ অবিলম্বে ক্লাস রুম গুলি সংস্কারের দাবি জানানো হয়েছে৷