কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : বাগুইআটি ঘটনায় কড়া পদক্ষেপের কথা আগেই স্পষ্ট করেছিলেন। তাঁর নির্দেশে প্রথমে ক্লোজ, পরে সাসপেন্ড করা হয় আইসি কল্লোল ঘোষকে। আর তার পরই এই ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার অভিষেক নস্কর এবং তাঁর ভাই অতনু দে’র দেহ মেলে। এলাকার এক যুবক সত্যেন্দ্র চৌধুরীর ওপর অভিযোগ ওঠে অপহরণ এবং খুনের। কিন্তু ১৫ দিন কেটে গেলেও মূল অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। বাগুইআটি থানায় অভিযোগ জানানোর পরেও কেন প্রয়োজনীয় ভূমিকা পালন করা হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপরই বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করা হয়।
পুলিশের কেউ কেউ বাড়িতে বসে থাকছেন বলেও এ দিন মন্তব্য করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও কোনও পুলিশ কিছু কাজ করছেন, তার ফলে দলের বদনাম হচ্ছে। মধ্য রাতে বিভিন্ন এজেন্সি অনেকের বাড়িতে চলে যাচ্ছে। পুলিশের কাছে কোনও খবর থাকছে না।পুরো ঘটনাটি নজরদারি করার জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দিয়েছেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।