নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি সরকারের আবগারি নীতিতে অনিয়ম সংক্রান্ত মামলায় মঙ্গলবার রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে অভিযান চালাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। মঙ্গলবার সকাল থেকে দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি-র আধিকারিকরা।
হরিয়ানার গুরুগ্রামে বাড্ডি রিটেইল প্রাইভেট লিমিটেডের পরিচালক অমিত অরোরার ঠিকানাতেও তল্লাশি চালান ইডি-র আধিকারিকরা। দিল্লির জোর বাগে ব্যবসায়ী সমীর মাহান্দ্রুর বাড়িতেও চালানো হয় তল্লাশি। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশের বিভিন্ন রাজ্যে দিল্লি সরকারের আবগারি নীতিতে অনিয়ম সংক্রান্ত মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি-র গোয়েন্দারা।

