মুম্বই, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।সোমবার তিনি বলেন, উদ্ধব ঠাকরে ২০১৪ সালে মাত্র দুটি আসনের জন্য বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাই আগামী নির্বাচনে উদ্ধব ঠাকরেকে শিক্ষা দেওয়া উচিত।
সোমবার মুম্বই সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহন্মুম্বই নির্বাচনের জন্য ‘মিশন মুম্বই’ শুরু করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে ‘মেঘদূত’ বাংলোতে বিজেপির কোর কমিটি এবং কাউন্সিলর পদাধিকারীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মীদের পথ দেখাতে গিয়ে তিনি বলেন, যারা বিশ্বাসঘাতকতা করে তাদের রাজনীতি বেশিদিন চলে না। শিন্দে গোষ্ঠী হল আসল শিবসেনা যা হিন্দুত্বের জন্য দৌড়াচ্ছে, তাই রাজ্যে আরও দলগুলির প্রয়োজন নেই। অমিত শাহ দলকে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে ১৩৫টি আসন জয়ের লক্ষ্য দিয়ে বলেন, বিজেপিকে মুম্বইয়ের আধিপত্য অব্যাহত রাখতে হবে।
বিজেপির পদাধিকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জানেন, উদ্ধব ঠাকরে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শিবসেনা যদি পিঠে ছুরিকাঘাত করে, উদ্ধব ঠাকরেকে জমি দেখান। অমিত শাহ আরও প্রকাশ করেছেন, শিবসেনা ২০১৪ সালে মাত্র দুটি আসনের জন্য জোট ভেঙেছে। বিশ্বাসঘাতকদের সেই অনুযায়ী শাস্তি পেতে হবে।