লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে ভয়াবহ আগুন লাগল একটি বিলাসবহুল হোটেলে। হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় অবস্থিত। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল লেভানা হোটেলটিতে সোমবার সকালে আগুন লাগে। হজরতগঞ্জ এলাকার মদন মোহন মালব্য মার্গে অবস্থিত ওই হোটেলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন অতিথি। জানলা ভেঙে তাদের বের করা করেন উদ্ধারকারীরা। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। জেলা শাসক সূর্যপাল গাংওয়ার জানিয়েছেন, “হোটেল মালিকের মতে, হোটেলে ৩০টি রুম রয়েছে এবং অগ্নিকাণ্ডের ১৮টি রুমে অতিথি ছিলেন।”
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই হোটেলের চার পাশ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতেই আগুন লাগে। হোটেলের জানলা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকল কর্মীদের। ডিজি (আগুন) অবিনাশ চন্দ্র জানিয়েছেন, হোটেলের ঘর গুলি ধোঁয়ায় ঢেকে যায়, তাই ভিতরে যাওয়া মুশকিল হচ্ছিল। জেলাশাসক জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। আহতরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন।