Ratanlal Nath:অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলি ভূষণ ভট্টাচার্য পেলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মাননা, আগামী বছর থেকে ত্রিপুরায় প্রাথমিকস্তরে নতুন জাতীয় শিক্ষানীতি চালু হবে, জানালেন শিক্ষামন্ত্রী

আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : আগামী বছর থেকে ত্রিপুরায় প্রাথমিকস্তরে নতুন জাতীয় শিক্ষানীতি চালু হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয় স্তরে তা চালু রয়েছে। আজ মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের রবীন্দ্র হলে রাজ্যভিত্তিক ৬১তম শিক্ষক দিবসের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। এদিন অনুষ্ঠানে অতিথিগণ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ও মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের পূর্ণাবয়ব প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিনের অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন বিদ্যালয়কে অনেকগুলি বিভাগে সম্মাননাও প্রদান করা হয়।
আজ শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষক সমাজের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষানীতি লাগু করা শিক্ষকদের নিকট একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠবে। এইক্ষেত্রে শিক্ষক সমাজকে ত্রিপুরার ছাত্রছাত্রীর কল্যাণে মনপ্রাণ ঢেলে কাজ করতে হবে। শিক্ষামন্ত্রী নতুন জাতীয় শিক্ষানীতি ত্রিপুরায় চালু করার ক্ষেত্রে শিক্ষকদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিরলস ভাবনা নিয়ে কাজ করার অঙ্গীকার করতে বলেন।দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলাকে উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেন, মেন্ডেলা বলেছিলেন, শিক্ষাই একমাত্র অস্ত্র যা দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে গেলে আগামী প্রজন্মের চারিত্রিক গঠনের দিকে শিক্ষককূলকে মনোযোগী হতে হবে। মুঙ্গিয়াকামী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পান্ডবপুর উচ্চবুনিয়াদি বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভৃতির প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক ও বিদ্যালয়ের ছবি এরকমই হওয়া উচিত।
শিক্ষামন্ত্রীর দাবি, পিজিআই ইনডেক্সে বর্তমানে ত্রিপুরায় অনেকটাই এগিয়ে গেছে। তিনি বলেন, ত্রিপুরায় ২০১৯ সাল থেকে চালু হওয়া ট্রিপল আইটির ১৪ জন ছাত্রছাত্রীই এবছর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্ল্যাসমেন্ট পেয়েছে। শিক্ষামন্ত্রীর মতে, গুণগত শিক্ষায় শিক্ষিত হতে পারলে চাকরির জন্য ছুটতে হবে না। অনুষ্ঠানে অতিথিগণ শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা সমাচার নামে স্মরণিকার আবরণ উন্মোচন করেন।
এদিকে, ৬১তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উপলক্ষে এবছর রাজ্যের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকা সহ বিভিন্ন বিদ্যালয়গুলিকে সংবর্ধিত ও সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। এবছর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মাননা দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলি ভূষণ ভট্টাচার্যকে। তাছাড়াও মহারাণী তুলসীবতী সম্মাননা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মিলন রাণী জমাতিয়াকে, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সম্মাননা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মতিলাল কলইকে এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মাননা অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কল্যাণ কুমার দীঘল ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় কুমার পালকে দেওয়া হয়েছে।
তাছাড়াও ৬১তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা ২০২২ দেওয়া হয়েছে রাজ্যের নিম্নবুনিয়াদি ও উচ্চবুনিয়াদি বিদ্যালয়ের ৭ জন প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা, মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা, ৬ জন অস্নাতক ও ককবরক শিক্ষক ও শিক্ষিকা, ৮ জন স্নাতক শিক্ষক ও শিক্ষিকা, ৯ জন স্নাতকোত্তর শিক্ষক ও শিক্ষিকা, ১ জন শারীর শিক্ষক, ১ জন ডায়েট শিক্ষক, ৫ জন মহাবিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাকে। তাছাড়াও বিভিন্ন বিভাগে ৯টি বিদ্যালয় ও ২টি মহাবিদ্যালয়কে বর্ষসেরার সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মুখ্যসচিব জে কে সিনহা সহ অতিথিগণ শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধিত করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *