নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪-দিনের সফরে সোমবার নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ৪-দিনের এই সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাত করবেন শেখ হাসিনা। তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে নয়াদিল্লি সফর করেছিলেন। ভারতের “প্রতিবেশী সর্বাগ্রে” নীতির অধীনে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দ্বিপাক্ষিক সহযোগিতা নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন ও সংযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, নদী এবং সামুদ্রিক বিষয়সহ সব ক্ষেত্রেই বিস্তৃত। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।