আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরার ৮৯৭টি রেভিনিউ ভিলেজে (মৌজা) ১১তম এগ্রিকালচার সেন্সাস ২০২১-২২ শুরু হচ্ছে। মোবাইল অ্যাপের মাধ্যমে তিন পর্যায়ে এই সেন্সাসের কাজ করা হবে।
ভূমি ও ভূমিলেখ্য দপ্তর জানিয়েছে, প্রথম পর্যায়ে ফিল্ড লেভেল ওয়ার্ক ও বাড়ি বাড়ি সমীক্ষার কাজ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি শুরু হবে। সেন্সাসের কাজ চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। প্রতিটি মহকুমায় মহকুমা শাসকগণ সরাসরিভাবে এই সেন্সাসের কাজের উপর নজর রাখবেন।উল্লেখ্য, গত ২৮ জুলাই নতুন দিল্লিস্থিত কৃষি ভবনে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক ১১তম এগ্রিকালচার সেন্সাস ২০২১-২২ কর্মসূচির সূচনা হয়েছিল।